উথুরা কেন্দ্রে ৯ জন জিপিএ পাশ করেছে ৪৬৫ জন ফেল ৪০ জন

ময়মনসিংহের, ভালুকা উপজেলার ১নং উথুরা ইউনিয়নে নতুন কেন্দ্র হয়েছে এ বছর । তবে এ বছরে এ কেন্দ্রে মোট ৫০৫ জন পরীক্ষার্থী অাসন্ন এস,এস,সি বোর্ড  পরীক্ষায় অংশ গ্রহন করে, মোট শিক্ষার্থী পাশ করেছে  ৪৬৫ জন, (জিপিএ- ৫) পেয়েছে ৯জন শিক্ষার্থী, ফেল করেছে ৪০ জন।
“এ কেন্দ্রের সকল স্কুলের পাশ/জিপিএ(৫)/ফেল নিচে দেখানো হয়েছে  ”

| উথুরা উচ্চ বিদ্যালয় ও কলেজ মোট পরীক্ষার্থী সংখ্যা ৬৯ জন, পাশ করেছে ৬৮ জন ( জিপিএ ৫ )- ৩ জন, ফেল-১ জন ।
| নারাঙ্গী উচ্চ বিদ্যালয় পরীক্ষার্থী সংখ্যা ছিল ৭০ জন, পাশ ৬৪ জন ( জিপিএ ৫ ) ৪ জন, ফেল- ৬ জন।
| শহীদ শামছ উদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষার্থী ছিল ৮১ জন, পাশ - ৭০ জন,ফেল - ১১ জন।
| এ এইচ সরকার বালিকা বিদ্যালয় থেকে পরীক্ষার্থী ছিল ৪২ জন, পাশ - ৪২ জন পাশের হার শতভাগ।
| কাতলামারি উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষার্থী ছিল ৭৫ জন, পাশ-  ৭২ জন , ফেল- ৩ জন।
| পাঁচগাও সান রাইচ উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষার্থী ছিল ৫১ জন, পাশ - ৪০ জন,  ফেল-১১ জন।
| কৈয়াদী সোনাউল্লাহ্ উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষার্থী ছিল ৯৩ জন, পাশ - ৮৬ জন,
ফেল ৭ জন।
| কৈতরবাড়ি উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষার্থী ছিল ২৪ জন, পাশ- ২৩ জন, ফেল-১ জন। 

Share on Google Plus

About uthuranews24.com

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 comments:

Post a Comment