উথুরা কলেজ সভাপতির অপসারণে মানব বন্ধন পালন করছে ছাত্র জনতা

গতকাল শনিবার২৭ জানুয়ারী সকাল ১১ টায় ভালুকা উপজেলার উথুরা উচ্চ বিদ্যালয় ও কলেজের অব্যবস্থাপনা, শিক্ষার অবনতি, নিয়োগ বানিজ্য ও অনৈতিক সভাপতির অপসারণ দাবীতে ছাত্র,অভিবাবক ও এলাকার সর্বস্তরের জনগন উথুরা বাজারে এক মানব বন্ধন কর্মসূচী পালন করেছে।মানব বন্ধন কর্মসূচীতে অংশ নেয়া এলাকাবাসীর পক্ষে শাহ শাহজাহান জানান বর্তমান সভাপতি মোনাসিব সাকিব আমানউল্লাহ স্বেচ্ছাচারিতার কারনে স্বনামধন্য উথুরা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের বর্তমান শিক্ষা ব্যবস্থার ব্যাপক অবনতি হয়েছে।কলেজের অধ্যক্ষ আতাউর রহমানের মেয়াদকাল ২০১৭ সালের ২৯ডিসেম্বর শেষ হলেও সভাপতি সাহেব ছাত্র, শিক্ষক, অভিভাবক ও ম্যানেজিং কমিটির আপত্তি থাকা সত্বেও তাকে পুনঃ বহাল রেখেছেন।তারা আরও অভিযোগ করেন সভাপতি কলেজে না এসে ঢাকায় বসে কমিটির লোকজনদের ডেকে নিয়ে তার ইচ্ছেমত সিদ্ধান্ত গ্রহন করেন। এসব কারনে শিক্ষার মান নষ্টহওয়ায় এলাকাবাসী অধ্যক্ষ ও সভাপতির অপসারণ দাবীতে মানব বন্ধন কর্মসূচী পালন করেন। এ সময় উপস্থিত ছিলেন এডভোকেট শাহ মোঃ লিমন, মনির হোসেন, কবির হোসেন প্রমুখ। #

Share on Google Plus

About uthuranews24.com

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 comments:

Post a Comment