শেষ পর্যন্ত কি অাইসিটি ভবন টা হবে ?

ঐতিহ্যের ধারা অবিহিতকাল থেকে সমৃদ্ধ জ্বরন্ত ইতিহাসের সাক্ষী অামাদের প্রাণের বিদ্যালয় থেকে অাজ মহা বিদ্যালয় উথুরা উচ্চ বিদ্যালয় ও কলেজ।
কে কিভাবে অাজ অামরা অামাদের বিদ্যালয় কে দেখছি তা অামাদের অজানা নয় ? সেই বিদ্যালয় কি ঘটছে বা ঘটতে যাচ্ছে তা অামরা নির্চিত করে বলতে পারছি না অাবার অামাদের অজানাও না  । তবে এতটুকু অামরা নির্চিত যে অামরা অামাদের ঐতিহ্যের দ্বারা সামনে হয়তোবা হারাতেবসছি   ।
অামাদের উথুরা মানুষের হ্রদয় মাংসে রক্ত শ্রমে যে বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিল তা মহৎত্ত কি অামরা এভাবে হারিয়ে যেতে দিব  । না অামরা হয়তোবা কেউ সেটা হতে দিতে পারি না।  যে বিদ্যালয় অামরা  গড়েছি  তা অাজ কোথাও যেন নিবৃত্ত হতে যাচ্ছে  তা নিয়ে কেউ কি ভেবেছি । অামরা হয়তোবা এই নিয়ে বেশ কয়েক বার অালোচনা করেছি পর্যালোচনা করেছি  ফলাফল পেশ করেছি।  তবুও অামাদের ব্যর্থতা কোথাও যেন দৃঢ়তা চেপে বসেছে কিন্তু কেন অামরা ব্যর্থ  সেই প্রশ্নের দ্বার প্রান্তের মাহিন্দ্রতা অনুভবনীয় করেছে ?  কিন্তু কেন এই প্রশ্ন নেই কোন নিরব উত্তর । ভাবছি অামাদের কোথায় সেই ব্যর্থতা তা অাজ অামাদের কেই অনুভব করতে হবে। শেষ পর্যন্ত কি অামাদের সেই ব্যর্থতা কি বয়ে নিয়ে যেতে হবে কোরি (২০) কিংবা ত্রিশ (৩০) বছর।  উথুরা উন্নতি কি এমনি সাধন করেও হবে অাজ অামাদের অাইসিটি ভবন যদি না হয় । এর দায় ভার কে নিবে ?  অামাদের উথুরা উচ্চ বিদ্যালয় ও কলেজ ম্যানেজিং কমিটি কি নিবে না অামাদের জন-সাধারণ কে বয়ে নিয় যেতে হবে। অামাদের অাজ জানতে হবে জানাবার সময় হয়েছে।  অধিকার অাদায় করে নেবার প্রশ্ন এসেছে  , কি জন্য
অামাদের অাইসিটি ভবন টা হচ্ছে না কিন্ত কেন এত কাল বিলম্ব হচ্ছে ।
এদের পিছে কে বা কারা ইন্দোন্দ যোগাচ্ছে কিন্তু তারা কি চায় না অামাদের কলেজের উন্নয়ন হক।  অামাদের কাছে প্রাপ্ত অনুসন্ধান এ বেরিয়েছে যে তথ্য তা অতি সংক্ষেপে অাপনাদের কাছে তুলে অানছি। অামাদের অাইসিটি ভবনের এ প্রকল্পের সময় ও বেশি দিন যে অাছে তা কিন্তু নয় অামাদের ম্যানেজিং কমিটির কাছে এ প্রকল্পের ইঞ্জিনিয়ারের সময় বেধে দেওয়ার সময় গনিয়ে এসেছে অামাদের এ প্রকল্পের অার মাত্র দুই কর্ম দিবস বাকি অাছে  । কিন্তু এখন সু নির্দিষ্ট কোন স্থান নির্ধারণ করতে পারে নি ম্যানেজিং কমিটি কিন্তু কেন ?  অামাদের স্থান সংকল্পতার কি অভাব অাছে অামার মনে হয় তা এখানে  নেই তবে প্রশ্ন থেকে  ম্যানেজিং কমিটির কাছে  কেন এখনও অাইসিটি ভবনের স্থান নির্ধারণ হচ্ছে না অামরা কি ম্যানেজিং কমিটির কাছে জানতে পারি  । 

Share on Google Plus

About uthuranews24.com

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 comments:

Post a Comment