ময়মনসিংহে প্রাথমিক ও এবতেদায়ি সমাপনীতে লক্ষাধিক পরীক্ষার্থী

প্রাথমিক ও এবতেদায়ি শিক্ষা সমাপনী
পরীক্ষায় ময়মনসিংহে ২৪৩টি পরীক্ষা
কেন্দ্রে ১ লাখ ১৫ হাজার ২৮৬ জন
শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করবে।
রবিবার থেকে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রাপ্ত তথ্য মতে, প্রাথমিক ও এবতেদায়ি
শিক্ষা সমাপনী পরীক্ষায় সারা দেশের
মতো ময়মনসিংহের ১৩টি উপজেলায় ২৪৩টি
পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থীদের বোর্ড
পরীক্ষা অনুষ্ঠিত হবে। জেলায় এ বছর
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ১
লাখ ৬ হাজার ৫৬১ জন পরীক্ষার্থী অংশ
গ্রহণ করবে। এর মধ্যে ৪৭ হাজার ৫৩২ জন
ছাত্র ও ৫৯ হাজার ২৯ জন ছাত্রী রয়েছে। এ
ছাড়া এবতেদায়ি শিক্ষা সমাপনী
পরীক্ষায় ৮ হাজার ৭২৫ জন শিক্ষার্থী
অংশগ্রহণ করবে। এর মধ্যে ৪ হাজার ৪২৩ জন
ছাত্র ও ৪ হাজার ৩০২ জন ছাত্রী রয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস সুত্রে
জানা গেছে, প্রাথমিক ও এবতেদায়ি
শিক্ষা সমাপনী পরীক্ষায় ময়মনসিংহে
২৪৩টি পরীক্ষা কেন্দ্রে উল্লিখিত সংখ্যক
শিক্ষার্থী পরীক্ষা দিবে। কেন্দ্রগুলোর
মধ্যে ময়মনসিংহ সদরে ২৮টি, মুক্তাগাছায়
২২টি, ত্রিশালে ২৪, ভালুকায় ১৯টি,
গফরগাঁওয়ে ২১টি, নান্দাইলে ২০টি,
ঈশ্বগঞ্জে ১৯টি, হালুয়াঘাটে ১৫টি,
ফুলবাড়ীয়ায় ২০টি, গৌরীপুরে ২০টি, ফুলপুরে
১৬টি, ধোবাউড়ায় ৭টি ও তারাকান্দায়
১২টি পরীক্ষা কেন্দ্র রয়েছে। জেলা
প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ
মোফাজ্জল হোসেন জানান, জেলা
প্রশাসন, জেলা আইন-শৃঙ্খলা রক্ষাকারী
বাহিনীসহ উপজেলা প্রশাসন ও থানা
পুলিশের সহায়তায় নকলমুক্ত ও শান্তিপূর্ণ
পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে সকল
ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রশ্নপত্র
ফাঁসরোধে কঠোর গোপনীয়তা ও কড়া
নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে।

Share on Google Plus

About uthuranews24.com

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 comments:

Post a Comment