প্রাথমিকের পরীক্ষায় ৩১ লাখ ক্ষুদে শিক্ষার্থী

বাংলাদেশের সাত হাজার ২৬৭টি
কেন্দ্রে একযোগে শুরু হয়েছে প্রাথমিক ও
ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা;
যাতে অংশ নিচ্ছে পঞ্চম শ্রেণি পড়ুয়া ৩০
লাখ ৯৬ হাজার ৭৫ জন শিক্ষার্থী।
প্রথম দিন রোববার বেলা ১১টা থেকে শুরু
হয়েছে ইংরেজি বিষয়ের পরীক্ষা।
প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা
চলবে ২৬ নভেম্বর পর্যন্ত।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এক অফিস
আদেশে জানিয়েছে, পরীক্ষার্থী,
শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী কেউই
মোবাইল ফোন নিয়ে পরীক্ষা কেন্দ্রে
প্রবেশ করতে পারবেন না।
কেবল জরুরি প্রয়োজনে অফিস কক্ষে
সীমিত ব্যবহারের জন্য কেন্দ্র সচিব
মোবাইল ফোন নিয়ে কেন্দ্রে প্রবেশ
করতে পারবেন।
তবে পরীক্ষার প্রশ্নপত্র গ্রহণ ও পরীক্ষা
কক্ষে বিতরণ শেষ না হওয়া পর্যন্ত তাকেও
মোবাইল ফোন বন্ধ রাখতে হবে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী
মোস্তাফিজুর রহমান ফিজার মতিঝিলে
আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়
কেন্দ্র পরিদর্শন করবেন।
এবার ২৮ লাখ চার হাজার ৫০৯ জন ক্ষুদে
শিক্ষার্থী প্রাথমিক সমাপনী এবং দুই
লাখ ৯১ হাজার ৫৬৬ জন ইবতেদায়ী
পরীক্ষা দিচ্ছে।
এ পরীক্ষায় গত বছর মোট ৩২ লাখ ৩০
হাজার ২৮৮ জন অংশ নিয়েছিল। সে
হিসেবে এবার পরীক্ষার্থী কমেছে এক
লাখ ৩৪ হাজার ২১৩ জন। ২০১৫ সালে ৩২
লাখ ৫৪ হাজার ৫১৪ জন পঞ্চমের
সমাপনীতে বসেছিল।
গণশিক্ষা মন্ত্রী জানিয়েছেন, এবার
ছাত্রদের চেয়ে এক লাখ ৮৯ হাজার ৮০১ জন
বেশি ছাত্রী পরীক্ষায় অংশ নিচ্ছে।
দেশের বাইরে ১২টি কেন্দ্রেও প্রাথমিক
সমাপনী পরীক্ষা নেওয়া হচ্ছে ।
প্রাথমিক সমাপনীতে এবার দুই হাজার
৯৫৩ জন এবং ইবতেদায়ীতে ৩৭৯ জন বিশেষ
চাহিদা সম্পন্ন পরীক্ষার্থী অংশ নিচ্ছে,
তাদের অতিরিক্ত ২০ মিনিট সময় দেওয়া
হবে।
পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ২০০৯
সাল থেকে প্রাথমিক সমাপনী পরীক্ষা
শুরু হয়। আর ইবতেদায়ীতে এই পরীক্ষা
হচ্ছে ২০১০ সাল থেকে।
প্রথম দুই বছর বিভাগভিত্তিক ফল দেওয়া
হলেও ২০১১ সাল থেকে গ্রেডিং পদ্ধতিতে
ক্ষুদে শিক্ষার্থীদের সমাপনীর ফল দেওয়া
হচ্ছে।
আগে এ পরীক্ষার সময় দুই ঘণ্টা থাকলেও
২০১৩ সাল থেকে পরীক্ষার সময় আধ ঘণ্টা
বাড়িয়ে আড়াই ঘণ্টা করা হয়।
প্রশ্ন ফাঁস ঠেকাতে গত বছর থেকে দেশের
৬৪ জেলাকে বিশেষ আটটি অঞ্চলে ভাগ
করে আট সেট প্রশ্ন ছাপিয়ে প্রাথমিক ও
ইবেতেদায়ী শিক্ষা সমাপনী নিচ্ছে
সরকার।
•প্রাথমিক সমাপনীর সূচি—
১৯ নভেম্বর ইংরেজি, ২০ নভেম্বর বাংলা,
২১ নভেম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ২২
নভেম্বর প্রাথমিক বিজ্ঞান, ২৩ নভেম্বর
ধর্ম ও নৈতিক শিক্ষা এবং ২৬ নভেম্বর
গণিত।
•ইবতেদায়ী সমাপনীর সূচি—
১৯ নভেম্বর ইংরেজি, ২০ নভেম্বর বাংলা,
২১ নভেম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
এবং বিজ্ঞান, ২২ নভেম্বর আরবি, ২৩
নভেম্বর কুরআন ও তাজবিদ এবং ২৬ নভেম্বর
গণিত।

Share on Google Plus

About uthuranews24.com

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 comments:

Post a Comment